বুটেক্স ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে

এডুকেশন হিরো আপডেটঃ ২৯ জুল, ২০২১

 

চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে বৈঠক করবে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

বুটেক্স সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বুধবার একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। সেখানে চলমান পরিস্থিতিতে ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা হয়েছে। ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে পরীক্ষা আয়োজক কমিটির বৈঠক ডাকা হয়েছে। তবে বৈঠকের তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি।

শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। 


সূত্র জানায়, আগামী ৫ আগস্ট পর্যন্ত লকডাউন রয়েছে। চলমান লকডাউন আরও বাড়ানো হলে ভর্তি পরীক্ষা পেছানো হবে। এক্ষেত্রে পরীক্ষার্থী, পরীক্ষক এবং পরীক্ষা সংশ্লিষ্টদের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বুটেক্সের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলি মো. আবদুর রহীম বৃহস্পতিবার (২৯ জুলাই) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষা পেছানো হবে কিনা সে বিষয়ে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, আগামী সপ্তাহে আমাদের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির বৈঠক হতে পারে। তবে বৈঠকের তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি। লকডাউনের মধ্যে পরীক্ষা নেয়া সম্ভব নয় বলেও জানান তিনি।

এর আগে গত ১৮ জুন ভর্তি পরীক্ষা নিতে চেয়েছিল বুটেক্স। তবে লকডাউন থাকায় ৮ জুন ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয় ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। আগামী ২০ আগস্ট বুটেক্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে


©The Daily Campus ®Education Hero

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url