‘শতভাগ শিক্ষার্থী টিকা না নিলে বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা ব্যহত হবে’
Admission News Result আপডেটঃ ২৭ আগ, ২০২১
![]() |
DU Logo ©Education Hero |
শতভাগ শিক্ষার্থী করোনা ভাইরাস প্রতিরোধী টিকা না নিলে বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা ব্যহত হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসাথে যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয় পত্র নেই, তাদের এনআইডি গ্রহণ করে করোনা টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তাদেরকে অতিদ্রুত জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে কোভিড-১৯ ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে। শতভাগ শিক্ষার্থীর ভ্যাকসিন গ্রহণ কার্যক্রম সমাপ্ত না হলে বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা ব্যাহত হবে।
জানা গেছে, অক্টোবরের মাঝামাঝি থেকে ধাপে ধাপে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর আগে টিকা সংক্রান্ত সব বিশ্ববিদ্যালয় থেকে ছক আকারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠাতে হবে। যে বিশ্ববিদ্যালয় শতভাগ টিকার আওতায় আসবে সে বিশ্ববিদ্যালয়ের আবাসন হলসহ সব কার্যক্রম শুরু করতে পারবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৭ অক্টোবর থেকে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয় খোলা যেতে পারে। তার আগে কোন বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষক-শিক্ষার্থী টিকা নিয়েছেন তার তথ্য ছক আকারে ইউজিসিতে পাঠাতে হবে। তার মধ্যে কতজন টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন, আর কতজন এক ডোজ নিয়েছেন, অবসান হলের কতজন শিক্ষার্থী টিকার আওতায় এসেছে এ সংক্রান্ত তথ্য ইউজিসিতে পাঠাতে হবে।