জাবির ভর্তি পরীক্ষায় শিফট বৈষম্যের শিকার ভর্তিচ্ছুরা

এডুকেশন হিরো আপডেটঃ ১২ নভে, ২০২১

 

জাবির ভর্তি পরীক্ষায় শিফট বৈষম্যের শিকার ভর্তিচ্ছুরা  © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর শিফট পদ্ধতি নিয়ে বৈষম্যের অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৯ ও ১০ নভেম্বর ১০ শিফটে সম্পন্ন হয় ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ৩২০টি আসনের বিপরীতে আবেদন করেন ৬৯ হাজার ১২৯ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪৫ হাজার ৫৯৪ জন। পরীক্ষায় কৃতকার্য হন ১৯ হাজার ১৭২ জন পরীক্ষার্থী।

প্রকাশিত ফলাফল অনুসন্ধান করে দেখা যায়, ১০টি শিফটের মধ্যে প্রথম শিফট থেকে ১০ জন, দ্বিতীয় শিফট থেকে ৭ জন, তৃতীয় শিফট থেকে সর্বনিম্ন একজন, চতুর্থ শিফটে ১৮, পঞ্চম শিফটে সর্বোচ্চ ১০৪ জন, ষষ্ঠ শিফটে ২২, সপ্তম শিফটে ৫৩, অষ্টম শিফটে ২৯, নবম শিফটে ৪৯ এবং দশম শিফটে ২৭ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পান। এর মধ্যে শীর্ষ ১০ জন শুধু পঞ্চম শিফট থেকে মেধা তালিকায় স্থান পান। এর মধ্যে মেয়েদের তালিকায় প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন ৭ জন এবং ছেলেদের তালিকায় ৫ জন। এ ছাড়া তৃতীয় শিফট থেকে মাত্র একজন ছাত্র মেধা তালিকায় স্থান পেলেও নেই কোনো ছাত্রী।

মেয়েদের মেধা তালিকায় প্রথম দশজনের সাতজনই পঞ্চম শিফটের। আর ছেলেদের তালিকায় শীর্ষ দশজনের পাঁচজন পঞ্চম শিফটের পরীক্ষার্থী ছিলেন।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, প্রতিটি শিফটের পরীক্ষায় প্রায় সমান সংখ্যক শিক্ষার্থী অংশ নিলেও কোনো কোনো শিফটে পরীক্ষা দিয়ে অসংখ্য শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পাচ্ছেন আবার কোনো কোনো শিফট থেকে গুটি কয়েক শিক্ষার্থী স্থান পাচ্ছেন। এর ফলে বৈষম্যের শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। প্রশ্ন তুলেছেন পরীক্ষা পদ্ধতি নিয়ে।

চতুর্থ শিফটের পরীক্ষায় অংশগ্রহণকারী হাফিজুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের শিফট-ভিত্তিক পদ্ধতিতে পরীক্ষার আয়োজন করেছে। এখন দেখছি শিফট পদ্ধতিতে মারাত্মক বৈষম্য সৃষ্টি করা হয়েছে। একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যদি এভাবে বৈষম্য সৃষ্টি করে সেটা মেনে নেওয়া যায় না। এভাবে বৈষম্য সৃষ্টি করে আমাদের অধিকার হরণ করা হয়েছে। এ ধরনের বৈষম্যের অবসান করা হোক, প্রকৃত মেধার মূল্য শিক্ষার্থীরা পাক।”

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম বলেন, পরীক্ষা পদ্ধতির কারণে সমস্যা হয়, তবে এত বেশি সমস্যা হওয়ার তো কথা নয়। এক শিফট থেকে ১০৪ জন আসবে, অন্যদিকে অন্য একটা শিফট থেকে মাত্র একজন। তারা এ ব্যাপারে আলোচনা করবেন এবং কীভাবে সমস্যা থেকে উত্তরণ করা যায়, সেটা দেখবেন বলে জানান তিনি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url