চবির ‘এ’ ইউনিটে সেরা তিনজন কত নম্বর পেয়েছেন

এডুকেশন হিরো আপডেটঃ ২২ মে, ২০২৩

 


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (২২ মেবেলা সাড়ে১১টা থেকে ফলাফল দেখতে পারছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এতে প্রথম হয়েছেন ১১২২৪১ রোল নম্বরধারী শিক্ষার্থী। তার প্রাপ্তমোট নম্বর ১০৬ দশমিক ২৮।




দ্বিতীয় স্থানে থাকা ১১১৯১৬ রোল নম্বরধারী পরীক্ষার্থীর মোট নম্বর ১০৫ দশমিক ৭৫। তৃতীয় স্থানে আছেন ১০৫১৪৬ রোলনম্বরধারী শিক্ষার্থী। তার মোট নম্বর ১০৫ দশমিক ২৫।









জানা গেছেফলাফল চবির ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd/) দেখা যাচ্ছে। পরীক্ষার্থীরা নিজ নিজআইডিতে লগইন করে ফলাফল দেখতে পারবেন।  ছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজেও ফলাফল প্রকাশ করাহয়েছে।



সেখানে দেওয়া গুগল ড্রাইভ লিংক থেকে ডাউনলোড করে ফলাফল দেখা যাবে। ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।পাশাপাশি (https://ictcell.cu.ac.bd/result22-23/) লিংক থেকেও ফলাফল দেখা যাবে।

এর আগে রোববার রাত ১০টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে ‘’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশকরা হবে বলে সংক্ষিপ্ত এক নোটিশে জানানো হয়। এতে বলা হয়, ‘’ ইউনিট ভর্তি পরীক্ষার প্রাথমিক ফলাফল সোমবার সাড়ে১১টায় প্রকাশিত হবে।



গত ১৬  ১৭ মে বিজ্ঞানজীববিজ্ঞানইঞ্জিনিয়ারিং  মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘’ ইউনিটের ভর্তি পরীক্ষাসম্পন্ন হয়। দুদিনে চার শিফট মিলিয়ে মোট ৮০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিলেন। ‘’ ইউনিটে ৭৪ হাজার ৭০৪পরীক্ষার্থী আবেদন করলেও ৫৯ হাজার ৬০৯ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url