গুচ্ছের বি ইউনিটে সর্বোচ্চ নম্বর ৯৩.২৫- Education Hero
Admission News Result আপডেটঃ ২৩ মে, ২০২৩
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে বি ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন সিসরাত জাহান। ভর্তিপরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৯৩ দশমিক ২৫।
জানা গেছে, সিসরাত জাহান কুড়িগ্রামের সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। সিসরাত জগন্নাথ বিশ্ববিদ্যালয়কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষার ফলাফলপ্রকাশ করা হয়েছে। এতে পাশ করেছে ৫৬.৩২ শতাংশ। আর উর্ত্তীণ হয়েছেন ৫৩ হাজার ২৯৬ জন ভর্তিচ্ছু। আজ মঙ্গলবাররাত ৯টার পর এই ফলাফল প্রকাশ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত মূল কমিটির এক সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, রাত ১০টারমধ্যে শিক্ষার্থীরা তাদের ফল দেখতে পারবেন।