জাবির ভর্তি পরীক্ষা শুরু ১৮ জুন- Education Hero

এডুকেশন হিরো আপডেটঃ ২৫ মে, ২০২৩

 


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ থেকে ২২ জুনের মধ্যে সম্পন্ন করারসিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে ২৫  ২৬  জুন চারুকলার ব্যবহারিক পরীক্ষা নেয়া  হবে।


বৃহস্পতিবার (২৫ মেবিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির এক সভায়  সিদ্ধান্ত নেওয়া হয়।সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মোআবু হাসান দ্যাডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেনকিছু জটিলতার জন্য ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময় থেকে কিছুটা বিলম্বে হচ্ছে। আজ উপাচার্য মহোদয়ের নেতৃত্বে সংক্রান্ত এক সভায় আগামী ১৮ জুন থেকে ২২ জুনের মধ্যে ভর্তি পরীক্ষা  সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে ২৫  ২৬ জুন চারুকলার ব্যবহারিক পরীক্ষা নেওয়া  হবে।




উল্লেখ্যচলতি মাসের  তারিখ থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলবে জাবি ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া। এর আগে ১৬ জুনথেকে ২৪ জুনের মধ্যে সব ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।  বছর ‘’, ‘বি’ এবং ‘সি’ ইউনিটের জন্য ৯০০টাকা এবং ‘সি১’, ‘ডি’, ‘’ ইউনিট এবং আইবিএ জন্য ৬০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url