কৃষিগুচ্ছের আবেদন শেষ আগামী ১০ জুলাই

Admin আপডেটঃ ১৬ জুন, ২০২৩

 


দেশে কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ২০২২–২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) বা স্নাতক শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।


এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে তালিকার প্রথম দিকে।


এছাড়াও চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিজ্ঞানে ভর্তির জন্য আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা।


ভর্তি আবেদন সংক্রান্ত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০১৮/২০১৯/২০২০ সালে এসএসসি বা সমমান এবং ২০২১/২০২২ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ হয়েছে, কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে। তবে ২০২১ সালে এসএসসি বা সমমান মানোন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে।


আবেদনকারীর এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৪ এবং সর্বমোট জিপিএ ৮.৫০ থাকতে হবে—জানানো হয়েছে প্রজ্ঞাপনে।


শিক্ষার্থীরা ভর্তি এবং আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে জানতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url