জাবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে, জানাল বিজ্ঞপ্তি দিয়ে- Education Hero

Admin আপডেটঃ ১৩ জুন, ২০২৩

 


তিনি বলেন, অন্যান্য ইউনিটগুলো থেকে 'ডি' ইউনিট'র শিফট বেশি। এক্ষেত্রে বেশ কয়েক সেট প্রশ্ন তৈরি করতে হবে। ফলে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিলে প্রশ্নের সাদৃশ্যতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া এবার মেডিকেলে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়েছে। যেহেতু 'ডি' ইউনিটে অধিকাংশ মেডিকেলে প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা পরীক্ষা দেয়, সেসব বিবেচনায় এই ইউনিটে এবার পূর্ণাঙ্গ সিলেবাসেই পরীক্ষা নেওয়া হবে।


এদিকে, জীববিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ২৫ মে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির তৃতীয় সভার বিধি ১নং সিদ্ধান্ত মোতাবেক জীববিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভর্তি পরীক্ষা এইচএসসি পূর্ণাঙ্গ সিলেবাস অনুসরণ করে অনুষ্ঠিত হবে।”


জানা যায়, এ বছর এক হাজার ৮৪৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে দুই লাখ ৪৯ হাজার ৮৫৭টি। সেই হিসাবে এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৩৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। আবেদনকারীদের মধ্যে এক লাখ ৩৪ হাজার ৫০৭ জন পুরুষ এবং এক লাখ ১৫ হাজার ৩৫০ জন নারী শিক্ষার্থী আছেন।


ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এবারও শিফট পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে প্রথমবারের মতো শিফট অনুযায়ী ছেলে-মেয়েদের আলাদা পরীক্ষা দিতে হবে।


১৮ জুন প্রথম শিফটে আইবিএ-জেইউ, দ্বিতীয় শিফটে ‘সি-১’ ইউনিটের অধীনে নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।


একই তারিখের তৃতীয় থেকে ষষ্ঠ শিফট পর্যন্ত ‘সি’ ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।


১৯ জুন ছয় শিফটে ‘বি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ এবং ‘ই’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।


২০ জুন ছয় শিফটে ‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


২১ জুন চার শিফটে ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ এবং ২২ জুন একই ইউনিটের চার শিফটে বাকিদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।


অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষা কেন্দ্রে ব্যাগ, বইপত্র, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না। সময় দেখার জন্য পরীক্ষার হলে ঘড়ির ব্যবস্থা থাকবে।


পরীক্ষার্থীদের প্রবেশপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। সেখানে পরীক্ষার আসন সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url