বিশ্ববিদ্যালয় পাচ্ছে ঠাকুরগাঁও, আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন- Education Hero

Admin আপডেটঃ ১২ জুন, ২০২৩



 দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে। এই বিশ্ববিদ্যালয় স্থাপন করতে 'ঠাকুরগাঁওবিশ্ববিদ্যালয় আইন২০২৩এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিতমন্ত্রিসভার বৈঠকে  অনুমোদন দেয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোমাহবুবহোসেন সাংবাদিকদের  তথ্য জানান। 

তিনি বলেনঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এটি যে নামে উপস্থাপিত হয়েছিলঠিক সেইনামেই অনুমোদিত হয়েছে।


জানা যায়চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন২০২২’ এর খসড়ায় নীতিগত অনুমোদনদেয় মন্ত্রিসভা। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছিলেনঅন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য যে আইনআছেতা অনুসরণ করেই নতুই  আইন হচ্ছে।

তিনি আরও বলেছিলেনঅন্য সব বিশ্ববিদ্যালয়ের মত রাষ্ট্রপতি  বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেনতিনি একজন স্বনামধন্যশিক্ষাবিদকে চার বছরের মেয়াদে ভিসি হিসেবে নিয়োগ দেবেন। দু-জন থাকবেন উপ-উপাচার্যএকজন থাকবেন ট্রেজারার।তারা দেখাশুনা করবেন। এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত সেখানেও একটি তহবিল থাকবেরেজিস্ট্রার অফিস থাকবে।খসড়া আইনে বলা হয়েছেকার্যক্রম  শিক্ষাক্রম পরিচালনার জন্য  বিশ্ববিদ্যালয় বিধি-প্রবিধি করে নিতে পারবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url