এবার বিং চ্যাট যুক্ত হচ্ছে ক্রোম ও সাফারিতে- টেক পোস্ট

এডুকেশন হিরো আপডেটঃ ৩১ জুল, ২০২৩

 


এবার ওয়েব ব্রাউজার গুগল ক্রোম ও সাফারিতে যুক্ত হতে চলেছে মাইক্রোসফটের বিং চ্যাট। কৃত্রিম বুদ্ধিমত্তা ওপেনএআইয়ের সাথে যুক্ত হওয়ার ফলে আমূলে বদলে গেছে বিং চ্যাটের ধরন। 


এতদিন পর্যন্ত মাইক্রোসফটের নিজস্ব ‌‌‘এজ ব্রাউজারে’ সীমিত থাকলেও গুগল ক্রোম ও সাফারিতেও যুক্ত হচ্ছে এটি।


বিভিন্ন গণমাধ্যমের তথ্যানুযায়ী, মাইক্রোসফট সাফারি ও ক্রোমে বিং চ্যাট ব্যবহার বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। ভবিষ্যতে অন্য ব্রাউজারে এ সুবিধা পেতে যাতে কোনো সমস্যা না হয় সে জন্যই কাজ করছে প্রতিষ্ঠানটি। 

বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, বিং চ্যাট ব্যবহারের জন্য মাইক্রোসফট অ্যাকাউন্টে লগইন করতে হবে। এছাড়াও এজ ব্রাউজারের ৪ হাজার শব্দের বিপরীতে ২ হাজার ব্যবহারের সুবিধা মিলবে। এজে ৩০টি প্রশ্ন করার পর কথোপকথন রিসেট করার কথা বললেও নতুন দুই ব্রাউজারে ৫ বারের বেশি জিজ্ঞাসা করা যাবে না। এছাড়াও এজ ব্রাউজার ডাউনলোডের জন্য প্রতিনিয়ত নোটিফিকেশন দেখানো হবে।


বিং চ্যাট ওপেনএআইয়ের চ্যাটজিপিটি-৪ দ্বারা পরিচালিত। এটি কোনো ফি দেয়া ছাড়াই সব ফিচার ব্যবহারের সুবিধা দিয়ে থাকে। তবে কিছু পার্থক্যও রয়েছে। বিং সার্চে চ্যাটজিপিটি-৪ এর প্রবেশাধিকার নেই, কিন্তু বিং চ্যাটের সে অধিকার আছে। যে কারণে এটি আরো বেশি সঠিক তথ্য সরবরাহ করতে পারে। 

তথ্যটি বাংলাদেশ প্রতিদিন থেকে সংগৃহীত। {codeBox}

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url