ঢাবিতে রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব শুরু আজ

এডুকেশন হিরো আপডেটঃ ২৯ সেপ, ২০২৩

 

বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৩

‘৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড’র জাতীয় পর্ব শুরু হচ্ছে আজ ২৯ সেপ্টেম্বর (শুক্রবার)। এ পর্বের ভেন্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তন। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি বছরের মত এ বছরও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক’র যৌথ আয়োজনে বহির্বিশ্বে আমাদের দেশের নাম উজ্জ্বল করার রোবোটিকস প্রতিযোগিতা ‘৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড’র জাতীয় পর্বের আয়োজন করা হয়েছে।

জাতীয় এ পর্বের বিজয়ীদের মধ্য থেকে নির্বাচিতরা গ্রিসের এথেন্সে অনুষ্ঠেয় ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।  আগামীকাল শনিবার ৩০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় এ আয়োজন শেষ হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url