কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত
Admission News Result আপডেটঃ ১৫ সেপ, ২০২৩
কানাডার ক্যালগেরির টুয়েন্টিফোর অ্যাভিনিউ এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ফাইরুজ শাফিন মুনমুন (২১) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ১৫মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
মুনমুন ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এলাকায় অন্যান্য ছাত্রীদের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন। তার বাবা-মা দুজনেই চিকিৎসক। তারা ঢাকায় থাকেন।
দেশটির পুলিশ সূত্রে জানা যায়, ফাইরুজ শাফিন বিশ্ববিদ্যালয় যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেটকারটি তাকে ধাক্কা দেয়। এতে মুনমুনের মৃত্যু হয়। তবে গাড়ির অতিরিক্ত গতি বা চালকের অ্যালকোহল পানে এ দুর্ঘটনা ঘটেনি। গাড়ি চালানোর সময় চালকের চোখে সূর্যের আলো পড়ায় তিনি দেখতে পাননি। এ কারণে দুর্ঘটনা ঘটেছে।
Source: The Daily campus