‘ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মহাসোপানে ফিরিয়ে আনতে হবে’
Admission News Result আপডেটঃ ৩০ জুল, ২০২১
অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। ©Education Hero |
নানা কারণে ধারাবাহিক শিক্ষার মহাসোপান থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের উন্মুক্ত ও দূরশিক্ষণের মাধ্যমে শিক্ষা জগতে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।
তিনি বুধবার দেশ জুড়ে বিস্তৃত ১২টি আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালকের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় এ কথা বলেন।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ‘সোনার বাংলা’র স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়নে শিক্ষার কোনো বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় ২০৪১ সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গঠনের রূপরেখা দিয়েছেন।
তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় কালে তাদেরকে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম বক্তব্য রাখেন।