‘শুধু জিপিএ দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্ভব নয়’

এডুকেশন হিরো আপডেটঃ ৩০ জুল, ২০২১

 

©The Daily Campus ®Education Hero 

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেছেন, ভর্তি পরীক্ষা না নিয়ে শুধুমাত্র জিপিএ’র ভিত্তিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি করানো সম্ভব নয়। এতে প্রকৃত মেধার মূল্যায়ন হবে না।

সম্প্রতি দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।


শিক্ষামূলক সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখুনঃ 


ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়টি চিন্তা করে দেখতে পারে। শুধু জিপিএ দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা সম্ভব হবে না। এতে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা হতাশ হবেন।

অধ্যাপক কাজী শহীদুল্লাহ 


তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীকে প্রকৃতভাবে যাচাই করা হয়। আমরা আগেও দেখেছি অনেক শিক্ষার্থী জিপিএ-৫ না পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। অন্যদিকে জিপিএ-৫ পেয়েও অনেকে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়েই চান্স পায় না। আর গত বছর তো এইচএসসি পরীক্ষাই নেয়া সম্ভব হয়নি। ফলে জিপিএর ভিত্তিতে কোনো ভাবেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো সম্ভব নয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url