দু-এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার ব্যবস্থা: ইউজিসি চেয়ারম্যান

এডুকেশন হিরো আপডেটঃ ৩০ জুল, ২০২১

 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ বলেছেন, আমরা এখন বিশ্ববিদ্যালয় খোল্র মুহূর্তে রয়েছি। এখন শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দেয়া হচ্ছে। সরকার ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন দিতে কাজ করে যাচ্ছে। আগামী দুই-এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার ব্যবস্থা করা হবে।

সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

ইউজিসি চেয়ারম্যান জানান, বিশ্ববিদ্যালয় খুলতে হলে শুধু আবাসিক হলের শিক্ষার্থীদের টিকা দিলে চলবে না। অনাবাসিক শিক্ষার্থীদেরও টিকা দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচজনের বেঞ্চে গাদাগাদি করে ৮ জন বসে। ফলে সব শিক্ষার্থীকেই টিকার আওতায় আনতে হবে।

অধ্যাপক কাজী শহীদুল্লাহ আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সবাইকে টিকা দিতে হবে। সরকারও সেদিকেই এগোচ্ছে। আমার বিশ্বাস আগামী দুই-এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার ব্যবস্থা হবে। তার চেয়ে বড় বিষয় পরীক্ষা নিতে হবে। আমরা চেষ্টা করছি অনলাইনে পরীক্ষা আয়োজন করার।


©The Daily Campus ®Education Hero


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url