ডেন্টাল ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত শিগগিরই

এডুকেশন হিরো আপডেটঃ ৩ আগ, ২০২১

 

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে। আগামী বুধবার (১১ আগস্ট) থেকে লকডাউন শিথিল করায় দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজনের চিন্তাভাবনা করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের ঊর্ধ্বমুখীতা এবং দেশব্যাপী কঠোর লকডাউনের কারণে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় স্থগিত পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি মন্ত্রণালয়। তবে আগামী ১১ আগস্ট থেকে লকডাউন তুলে দেয়ায় ভর্তি পরীক্ষা নিয়ে ভাবতে শুরু করেছে সংশ্লিষ্টরা।

সূত্র আরও জানায়, করোনা পরিস্থিতির উন্নতি না হলেও ১৮ বছর বয়সীদের ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরাও টিকার আওতায় আসছেন। ফলে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা নেই। তাই দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. একেএম আহসান মঙ্গলবার রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আয়োজক কমিটির সাথে আলোচনা করে ভর্তি পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। শিগগিরই আমরা বৈঠক করবো।

এর আগে গত ৬ জুন অধ্যাপক ডা. একেএম আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। তবে এদিন ভর্তি পরীক্ষার নতুন কোনো তারিখ জানানো হয়।

প্রসঙ্গত, দেশের সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে মোট আসন সংখ্যা ৫৪৫টি৷ এর বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন ৫৩ হাজার ৪ জন। ফলে এবার আসনপ্রতি ৯৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দিতা করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url