শিক্ষাপ্রতিষ্ঠানের বর্ধিত ছুটি সাত কলেজের পরীক্ষায় প্রভাব ফেলবে না

Admission News Result আপডেটঃ ২৭ আগ, ২০২১

 

©The Daily Campus®Education Hero

সশরীরে পরীক্ষা নিতে বেশ কয়েকটি সেশনের স্থগিত থাকা পরীক্ষার রুটিন প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজ। আগামী ১ সেপ্টেম্বর থেকে এসব পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু নতুন করে গতকাল বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়ানো হয়। আরেক দফা ছুটি বাড়ানোর সিদ্ধান্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত রুটিনের পরীক্ষা হবে কিনা এ বিষয়ে শঙ্কা তৈরি হয়েছে।

সাত কলেজের প্রকাশিত রুটিন অনুযায়ী, ২০১৯ সনের ২য় বর্ষ অনার্স অনিয়মিত, মানোন্নয়ন ও বিশেষ (অনিয়মিত ও মানোন্নয়ন) অসমাপ্ত পরীক্ষা, ২০১৮ সনের এম.এ. এম.এস.এস. এম.এস.সি ও এম.বি.এ শেষ পর্ব নিয়মিত পরীক্ষাসহ আরও বেশকিছু স্থগিত থাকা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষাগুলোর রুটিন এবং সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার আজ শুক্রবার বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের বর্ধিত ছুটি সাত কলেজের পরীক্ষায় কোন প্রভাব ফেলবে না। প্রকাশিত রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিছু কিছু বিভাগের রুটিন প্রকাশিত হয়েছে। আরও বেশকিছু বিভাগের রুটিন প্রকাশের অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, এর আগেও আমরা সাত কলেজের পরীক্ষা আয়োজন করেছিলাম। করোনাভাইরাসের ঊর্ধ্বমুখীর কারণে তা আবার স্থগিত করতে হয়েছে। আমরা বারবার বলে এসেছি, পরীক্ষা আয়োজনের সক্ষমতা সাত কলেজ প্রশাসনের রয়েছে। শিক্ষার্থীদের হতাশার কোন কারণ নেই।

নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর বিষয়ে অধ্যাপক আই কে সেলিম বলেন, ছুটি বাড়ানোর বিষয় সরকারের সিদ্ধান্ত। কিন্তু সাত কলেজের পরীক্ষা আয়োজন একটা অনানুষ্ঠানিক প্রক্রিয়া। ছুটির সঙ্গে পরীক্ষার কোন সম্পর্ক নেই। শিক্ষার্থীদের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে এসব পরীক্ষার আয়োজন হচ্ছে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠকে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলমান ছুটি বর্ধিত করা হয়। এছাড়া আগামী ১৭ অক্টোবর থেকে ধাপে ধাপে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url