শেখ রাসেল দিবস উপলক্ষে উপজেলা ভিত্তিক আইসিট কুইজ এর ফলাফল [মেলান্দহ,জামালপুর]
Admission News Result আপডেটঃ ১৮ অক্টো, ২০২১
শেখ রাসেল দিবস উপলক্ষে উপজেলা ভিত্তিক আইসিট কুইজ এর ফলাফল [মেলান্দহ,জামালপুর]
শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং এই প্রথম শেখ রাসেল দিবস উপলক্ষে প্রতিটি জেলাই আইসিটি কুইজ প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতাই মেলান্দহ,জামালপুর উপজেলাই অনুষ্ঠিত হয় আইসিটি কুইজ প্রতিযোগিতা। এই কুইজের ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকার করে একই স্কুলের দশম শ্রেণির ৪জন ছাত্র। তাদের কাছ থেকে জানা যায় ''তারা বিজয়ী হওয়ার পাশাপাশি ১ম,২য়,৩য় একই স্কুল থেকে হওয়ায় তাদের গর্ব হচ্ছে তাদের স্কুল কে নিয়ে''। তারা সবাই মেলান্দহ উপজেলার অন্তর্গত বহু নামকরা এবং ঐতিহ্যবাহী স্কুল 'মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়' এর দশম শ্রেণির ছাত্র।
তাদের মধ্য থেকে ১ম হয় মেহেদি হাসান শান্ত, ২য় হয় মাহমুদুল ইসলাম মাহিন এবং যৌথভাবে ৩য় হয় রায়হানুজ্জামান সিদ্দিকী এবং আহমেদ ইজাজ।
![]() |
মেহেদী হাসান শান্ত |
![]() |
রায়হানুজ্জামান সিদ্দিকী |
![]() |
আহমেদ ইজাজ |