এবার নিজ স্কুলেই টিকা পাবে শিক্ষার্থীরা

এডুকেশন হিরো আপডেটঃ ১১ নভে, ২০২১

 

গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্কুল শিক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে করোনার টিকা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ টিম স্কুলে স্কুলে গিয়ে টিকা দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এই কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শুরু হবে বলেও জানান মন্ত্রী।

আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত দৈনিক সমকাল কার্যালয়ে ‘ডায়াবেটিস চিকিৎসা: বর্তমান ও আগামীর ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের তালিকা পাঠাবে। আর সেই তালিকা ধরে স্বাস্থ্য বিভাগের টিম স্কুলে স্কুলে গিয়ে টিকা দেবে। আমরা খুব তাড়াতাড়ি এই কার্যক্রম শুরু করব। গতকালই (বুধবার) এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

জাহিদ মালেক বলেন, ‘আমরা প্রস্তুতি নিতে শুরু করেছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব টিকা দেয়া, নিবন্ধন করে আইসিটি মন্ত্রণালয় আর শিক্ষার্থীদের তালিকা পাঠায় শিক্ষা মন্ত্রণালয়।’

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url