এসএসসির হলে যে ক্যালকুলেটর-ঘড়ি ব্যবহার করা যাবে না

এডুকেশন হিরো আপডেটঃ ১৩ নভে, ২০২১

Copy from dreamstime.com

 

আগামীকাল রোববার পদার্থবিজ্ঞান পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। প্রতিবছরের মত এবারও  এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষার্থীরা কোন স্মার্ট ওয়াচ পরিধান করে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার্থীদের সাধারণ ঘড়ি ও নন প্রোগ্রামেবল ক্যালকুলেট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, প্রতিবছরের মত এবারও প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। তবে, নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। প্রতিবছর যে নির্দেশনা থাকে সে নির্দেশনাই আছে। গতবছর বা তার আগের বছরের নির্দেশনাই এবারও বহাল থাকছে। সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

তিনি আরও বলেন, এখন স্মার্ট ওয়াচ চলে এসেছে। ঘড়ি থেকেই ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে। স্মার্ট ওয়াচও পরীক্ষা কেন্দ্র ব্যবহার করা যাবে না। সাধারণ ঘড়ি পরে শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে আসতে পারবেন। 

পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, আমরা মডেল উল্লেখ করে আগে বিজ্ঞপ্তি দিতাম। কিন্তু এতে কিছু কোম্পানির কিছু মডেলের মার্কেটিং হয়ে যায়। তাই তা না করার চেষ্টা করা হচ্ছি। 

গতবছরও শিক্ষা বোর্ডগুলো পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছিল। গতবছর রাজশাহী বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, পরীক্ষার হলে পরীক্ষার্থীরা Fx-570ms, Fx-82ms, Fx-991ms, Fx-100ms প্রভৃতি সিরিজের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। শুধু p অথবা programmable লেখা ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url