শঙ্কা কাটিয়ে কাল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

এডুকেশন হিরো আপডেটঃ ১৩ নভে, ২০২১

 

এসএসসি পরীক্ষার্থী  © ফাইল ছবি

সব অনিশ্চয়তা ও শঙ্কা কাটিয়ে আগামীকাল রোববার এসএসসি পরীক্ষায় বসবে সারাদেশের ২২ লাখের বেশি পরীক্ষার্থী। ইতোমধ্যেই কেন্দ্রে পাঠানো হয়েছে পরীক্ষার খাতা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রশ্নফাঁসের শঙ্কা নেই বলে দাবি শিক্ষাবোর্ডের। তাই প্রশ্নফাঁস নিয়ে গুজব ছড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

এ বিষয়ে পরীক্ষার শতভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয়ক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, প্রশ্নফাঁসের নামে গুজব ছড়ালে নেওয়া হবে ব্যবস্থা।

করোনার কারণে ২০২১ সালের এসএসসি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হয়নি। তবে এবার সব বাধা কাটিয়ে রাত পোহালেই পরীক্ষার হলে বসবে সারাদেশে ২২ লাখ এসএসসি পরীক্ষার্থী। সংক্ষিপ্ত সিলেবাসে এবার পরীক্ষা হবে ১ ঘণ্টা ৩০ মিনিট। বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের লিখিত অংশে ৮টি প্রশ্নের মধ্যে ২টি উত্তর দিতে হবে। আর এমসিকিউ অংশে ২৫টির মধ্যে ১২টির উত্তর। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীদের লিখিত অংশে ১১টির মধ্যে ৩টি এবং এমসিকিউ অংশে ৩০ টির মধ্যে ১৫টি উত্তর দিতে হবে।

কোনো পরীক্ষার্থীর মধ্যে করোনার লক্ষণ দেখা গেলে আলাদাভাবে পরীক্ষা নেওয়ার জন্য প্রতি কেন্দ্রই থাকবে আইসোলেশন সেন্টার।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url