৪০০ ছাত্রী নিয়ে মহড়া দিলেন চেয়ারম্যান প্রার্থী শিক্ষক

Admission News Result আপডেটঃ ১৪ নভে, ২০২১

 

ভোটের প্রচারে শিক্ষার্থীরা  © সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়ন নির্বাচনে চার শতাধিক ছাত্রী নিয়ে মহড়া দিলেন চেয়াম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী ও কচাকাটা বালিকা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। এ ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। 

শনিবার (১৩ নভেম্বর) দুপুরে চার শতাধিক ছাত্রী বিদ্যালয় মাঠ হতে দুই সারিতে র‌্যালি নিয়ে মাদারগঞ্জ-ভূরুঙ্গামারী সড়কের কচাকাটা বাজার, কেদার ইউয়িন পরিষদ মোড় পার হয়ে প্রায় ৪ কিলোমিটার পথ হেটে নয়আনা গ্রামে প্রার্থী ও প্রধান শিক্ষকের বাড়িতে যায়। সেখানে আগেই থেকে আলোচনা সভার ব্যবস্থা করেন প্রার্থী। সভা শেষে খিচুরি খাওয়ানো হয় শিক্ষার্থীদের।

আলোচনা সভায় ওই প্রধান শিক্ষক তার মটরসাইকেল প্রতীকে শিক্ষার্থীদের কাছে তাদের বাবা মায়ের এবং আত্মীয় স্বজনের ভোট চান।

র‌্যালীতে অংশ নেয়া কয়েকজন ছাত্রী বলেন, তাদের প্রধান শিক্ষক নির্বাচন করায় তার বাড়িতে যাচ্ছেন তারা। কয়েকজন বলেন, স্যারের বাড়িতে ভোটের দাওয়াত খেতে যাচ্ছেন।

এ বিষয়ে প্রার্থী ও প্রধান শিক্ষক ফজলুর রহমান বলেন, আমি ভোটে দাঁড়ানোর পর বিদ্যালয়ে যাইনি। তাই শিক্ষার্থীরা আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করতে এসেছে। তারা আমার নির্বাচনে প্রচার বা মহড়ার কাজে আসেনি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, এটা বিধিভঙ্গের শামিল। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া রয়েছে। এত বড় উপজেলায় একজন কর্মকর্তাকে সব দেখা কষ্টকর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাছুম (ইউএনও) জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোন প্রার্থী আমাকে অভিযোগ দেননি। তবে বিষয়টি তদন্ত করে নির্বাচনী আইনে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দশে দেয়া হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
1 Comments
  • Admission News Result
    Admission News Result ১৪ নভেম্বর, ২০২১ এ ১১:১২ AM

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন অল্প খরচে। একটা নিউজ প্রকাশ করুন মাত্র ২৫০ টাকা মাধ্যমে।

Add Comment
comment url