প্রকৌশল গুচ্ছের ফল হতে পারে শনিবার

এডুকেশন হিরো আপডেটঃ ১৫ নভে, ২০২১

 

ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ছবি

দেশের তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আগামী শুক্রবার (১৯ নভেম্বর) অথবা শনিবার (২০ নভেম্বর) প্রকাশ করা হতে পারে। গত ১৩ নভেম্বর ‘ক’ ও ‘খ’ গ্রুপে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, এবার কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষার উত্তরপত্র চট্টগ্রাম প্রকৌশল ও প্রযক্তি বিশ্ববিদ্যালয় দেখবে। গতকাল রোববার রাত সাড়ে ১০টায় রাজশাহী এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে উত্তরপত্রগুলো চুয়েটে পৌঁছায়। সোমবার (১৫ নভেম্বর) সকাল থেকে ‘খ’ গ্রুপের লিখিত অংশের উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষার উত্তরপত্র দেখার কাজ শুরু হয়েছে। আশা করছি আগামী শুক্রবার অথবা শনিবার ফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, গত শনিবার (১৩ নভেম্বর) এমসিকিউ পদ্ধতিতে স কাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘ক’ গ্রুপ এবং এমসিকিউ ও লিখিত পদ্ধতিতে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url