আবেদনের বাইরে ফি নেবে না প্রকৌশল গুচ্ছ বিশ্ববিদ্যালয়

এডুকেশন হিরো আপডেটঃ ১৫ নভে, ২০২১

 

লোগো  © ফাইল ছবি

ভর্তি পরীক্ষায় আবেদন ফি’র বাইরে আর কোনো ফি নেবে না প্রকৌশল গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো। ফলে শিক্ষার্থীরা কোনো প্রকার বাড়তি আবেদন ফি ছাড়াই বিষয় পছন্দ করতে পারবেন। এরপর সংশ্লিষ্ট বিষয়ে ভর্তির সময় কেবলমাত্র ভর্তি ফি পরিশোধ করতে হবে তাদের।

সোমবার (১৫ নভেম্বর) সকালে প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ।

রুয়েট ভিসি বলেন, যারা মেধা তালিকায় থাকবে তাদের কাগজপত্র যাচাই-বাছাই করার জন্য ডাকা হবে। সবকিছু ঠিক থাকলে আমরা তাদের বিষয় পছন্দের জন্য বলব। বিষয় পছন্দের জন্য বাড়তি কোনো টাকা শিক্ষার্থীদের দিতে হবে না। ভর্তির সময় যে ফি দিতে হয় সেটি পরিশোধ করে শিক্ষার্থীরা ভর্তি হবে।

এদিকে আগামী শুক্রবার (১৯ নভেম্বর) অথবা শনিবার (২০ নভেম্বর) দেশের তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে বলে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে,

সূত্র জানায়, এবার কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষার উত্তরপত্র চট্টগ্রাম প্রকৌশল ও প্রযক্তি বিশ্ববিদ্যালয় দেখবে। গতকাল রোববার রাত সাড়ে ১০টায় রাজশাহী এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে উত্তরপত্রগুলো চুয়েটে পৌঁছায়। সোমবার (১৫ নভেম্বর) সকাল থেকে ‘খ’ গ্রুপের লিখিত অংশের উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়েছে।

এ প্রসঙ্গে প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষার উত্তরপত্র দেখার কাজ শুরু হয়েছে। আশা করছি আগামী শুক্রবার অথবা শনিবার ফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, গত শনিবার (১৩ নভেম্বর) এমসিকিউ পদ্ধতিতে স কাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘ক’ গ্রুপ এবং এমসিকিউ ও লিখিত পদ্ধতিতে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url