চবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ আজ- Education Hero

এডুকেশন হিরো আপডেটঃ ২৩ মে, ২০২৩

 


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি২০২২-২৩ শিক্ষাবর্ষের কলা  মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলপ্রকাশ করা হবে আজ মঙ্গলবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে  তথ্য জানানো হয়েছে।





বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ২৩/০৫/২০২৩ তারিখ বেলা ৩টায় প্রকাশিত হবে। এর আগে গত১৮ মে (বৃহস্পতিবার সকাল-বিকাল ১৯ মে (শুক্রবার সকাল) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা তিন শিফটে অনুষ্ঠিত হয়।ইউনিটটির এক হাজার ২২১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫২ হাজার ৯৯৫ জন। 



বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৯ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ২০ দশমিক ২৮ শতাংশ পরীক্ষার্থী আবেদনকরেও পরীক্ষা দেননি। ‘বি’ ইউনিটে ৫২ হাজার ৯৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ হাজার ২৪৭ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এটিমোট শিক্ষার্থীর ৭৯ দশমিক ৭২ শতাংশ। ১০ হাজার ৭৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দেননি।





প্রথমদিন গত বৃহস্পতিবার সকালের শিফটে ১৭ হাজার ৬৬৫ জনের মধ্যে ১৪ হাজার ৩৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।উপস্থিতির হার ৮১ দশমিক ৩৮ শতাংশতিন হাজার ২৭৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বিকেলে ১৭ হাজার ৬৮৫ জনেরমধ্যে উপস্থিত ছিলেন ১৪ হাজার ৪০০ জন।

বিকেলের শিফটে উপস্থিতির হার ৮১ দশমিক ৪২ শতাংশ   হাজার ২৮৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। শুক্রবার তৃতীয়শিফটের ভর্তি পরীক্ষায় ১৭ হাজার ৬৬৫ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৩ হাজার ৫৭১ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ছিল ৭৬দশমিক ২৬ শতাংশ।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url