গুচ্ছের বি ইউনিটের ফল প্রস্তুত

এডুকেশন হিরো আপডেটঃ ২৩ মে, ২০২৩

 


গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের (মানবিকভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ শেষহয়েছে। তবে পরীক্ষার্থীদের কিছু খাতা ম্যানুয়ালি দেখার কারণে ফল প্রকাশে আরও সময় প্রয়োজন হবে। 



 



গুচ্ছের টেকনিক্যাল কমিটি সূত্রে জানা গেছে২০২২-২৩ শিক্ষাবর্ষে  গুচ্ছের ফল তৈরির কাজ করছে শাহজালা বিজ্ঞান  প্রযুক্তিবিশ্ববিদ্যালয়। গতকাল রবিবার টেকনিক্যাল কমিটির সদস্যারা ওএমআর শিট দেখার অধিকাংশ কাজ শেষ করেছেন।

ওই সূত্র জানায়ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা কিছু ভুল করেছে। কেউ ওএমআর শিটে রোল সঠিক লিখলেও বৃত্ত ভরাটে ভুলকরেছে। আবার কেউ বৃত্ত ভরাট সঠিকভাবে করেছেতবে রোল ভুল লিখেছে। কেউ ঘষামাজা করেছে। এই শিটগুলো ম্যানুয়ালিদেখা হয়েছে। তাদের ওএমআর কি করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এজন্য ফল প্রকাশে কিছুটা বিলম্ব হবে।তবে আগামীকাল মঙ্গলবারের মধ্যে ফল প্রকাশ করা হবে বলেও জানায় ওই সূত্র।


নাম প্রকাশ না করার শর্তে টেকনিক্যাল কমিটির এক সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেনবি ইউনিটের ওএমআর শিটমূল্যায়নের কাজ প্রায় শেষ। আজ  (সোমবারসন্ধ্যার মধ্যে ফল পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। এর পর কখন ফল প্রকাশ করা হবেসেটি গুচ্ছের মূল কমিটির সিদ্ধান্ত।

 প্রসঙ্গে জানতে চাইলে গুচ্ছভুক্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাহ্ আজম শান্তনু দ্যা ডেইলি ক্যাম্পাসকেবলেনআমরা তিনদিনের মধ্যে ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্ত বাস্তয়বায়নে বদ্ধ পরিকর। সবকিছু ঠিক থাকলেআগামীকাল মঙ্গলবার বি ইউনিটের ফল প্রকাশ করা হবে।

এর আগে গতকাল শনিবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। মানবিক শাখাইউনিট বি থেকে ৯৬ হাজার ৪৩৫ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।

এর আগে গতকাল শনিবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। মানবিক শাখাইউনিট বি থেকে ৯৬ হাজার ৪৩৫ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।

এদিকে গুচ্ছের 'ইউনিটের (বিজ্ঞানপরীক্ষা ২৭ মে  'সিইউনিটের (বাণিজ্যপরীক্ষা আগামী  জুন অনুষ্ঠিত হবে।বিজ্ঞান শাখা অর্থাৎ  ইউনিটে পরীক্ষা দিতে আবেদন করেছে  লাখ ৬৬ হাজার ৯৩৩ জন। এছাড়া বাণিজ্য শাখা অর্থাৎ সিইউনিটে ৩৯ হাজার ৮৬৫ জন আবেদন করেছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url