স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মূল কারিগর শিক্ষক সমাজ: শিক্ষামন্ত্রী

Admin আপডেটঃ ১৭ জুন, ২০২৩

 শনিবার (১৭ জুন) চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজ মিলনায়তনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং আমাদের করণীয়’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।




শিক্ষামন্ত্রী বলেন, ‘সব বাধা ডিঙিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের ধারায় দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।’


এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, শুধু পোশাকে আর চলনে বলনে স্মার্ট নয়। মেধা, বুদ্ধি এবং প্রজ্ঞা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ার মূল লক্ষ্য। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারটি ভিত্তি যেমন স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটির কথা উল্লেখ করেছেন। সেই লক্ষ্যে শিক্ষকদের দেশপ্রেম, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।


আরও পড়ুন: কলমের দাম না বাড়ানোর দাবি তোলা হবে সংসদে: শিক্ষামন্ত্রী


কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় চাঁদপুরের ৮ উপজেলার ৩২০টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের। স্বাগত বক্তব্য রাখেন পরিদর্শক প্রফেসর মো. আজহারুল ইসলাম।


এতে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদুর রহমান, চাঁদপুর পুরানবাজার কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রাণকৃষ্ণ দেবনাথ প্রমুখ।


পরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চিকিৎসাধীন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলকে দেখতে যান। এরপর ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
1 Comments
  • নামহীন
    নামহীন ১৭ জুন, ২০২৩ এ ৭:৩৩ PM

    Tai naki

Add Comment
comment url