জাবি ভর্তি পরীক্ষা শুরু রবিবার, আসনপ্রতি ১৩৬ ভর্তিচ্ছু- Education Hero

Admin আপডেটঃ ১৭ জুন, ২০২৩

 



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামীকাল রোববার (১৮ জুন) শুরু হয়ে চলবে বৃহস্পতিবার (২২ জুন) পর্যন্ত। শনিবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।


আবু হাসান জানান, চলতি বছরে এক হাজার ৮৪৪টি আসনের বিপরীতে মোট দুই লাখ ৪৯ হাজার ৮৫৭টি আবেদন পড়েছে। সে হিসাবে এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ১৩৬ জন ভর্তিচ্ছু। আবেদনকারীদের মধ্যে এক লাখ ৩৪ হাজার ৫০৭ জন পুরুষ এবং এক লাখ ১৫ হাজার ৩৫০ জন নারী শিক্ষার্থী।


ভর্তি পরীক্ষার সিলেবাস নিয়ে তিনি বলেন, ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে। শুধু ‘ডি’ ইউনিটের পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে হবে। পূর্বের মতো এবারও শিফট পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এবার প্রথমবারের মতো ছেলে-মেয়েদের আলাদা শিফটে পরীক্ষা নেওয়া হবে।


আরও পড়ুন: ৫ ইউনিটে সংক্ষিপ্ত সিলেবাসে, জীব বিজ্ঞান পূর্ণাঙ্গ সিলেবাসে


আগামীকাল রোববার (১৮ জুন) সকাল নয়টায় ১ম শিফটে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে সকাল ১০টা ২৫ মিনিট থেকে ২য় শিফটে  ‘সি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন শেষ ৪ শিফটে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।


সোমবার (১৯ জুন) সকাল নয়টা থেকে শুর হওয়া প্রথম ৪ শিফটে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন শেষে দুই শিফটে ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২০ জুন) সকল নয়টায় শুরু হয়ে মোট ৬ শিফট ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (২১ জুন)  ও বৃহস্পতিবার ( ২২ জুন) দুই দিনে ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url