এসএসসির ফল প্রকাশ হতে পারে জুলাইয়ের শেষ সপ্তাহে
Admission News Result আপডেটঃ ২৭ জুন, ২০২৩
জুলাইয়ের শেষ সপ্তাহে ২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হতে পারে।বৃহস্পতিবার (২২ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার।
তিনি জানান, পরীক্ষকদের খাতা মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে। জুলাইয়ের শেষ দিকে ফল প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব চাওয়া হবে। তিনি সম্মতি দিলে ওই সময়ের যেকোনো দিন ফল প্রকাশ করা হবে।
আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বিধান রয়েছে। গত ৩০ এপ্রিল শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা; শেষ হয় ২৮ মে।
অন্যদিকে, ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১৭ আগস্ট শুরু হবে।