আন্দোলন করে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হওয়া শিক্ষার্থী পড়তে যাচ্ছেন অক্সফোর্ডে
Admission News Result আপডেটঃ ২৭ জুন, ২০২৩
বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থীদের ভাতা ও শিক্ষাবৃত্তি বাড়ানোর আন্দোলনের কারণে হয়েছিরেন বহিষ্কার। তিনিই এখন পিএইচডি করতে যাচ্ছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।
বলা হচ্ছে তামিলনাড়ুর কাঞ্চিপুরামের দলিত সম্প্রদায়ের ভীমরাজের কথা। ভারতের নয়াদিল্লিতে অবস্থিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির (এসএইউ) পিএইচডি শিক্ষার্থী ছিলেন ভীমরাজ। তবে আন্দোলনে যুক্ত থাকার কারণে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে তাকে বহিষ্কার করা হয়েছিল।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ২০১৭ সালে তামিলনাড়ুর ড. আমবেদকার ল ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করেন ভীমরাজ। এরপর সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক আইনে করেন স্নাতকোত্তর। স্নাতকোত্তর চলাকালীনই উত্তীর্ণ হন ভারতের ইউজিসি-এনইটি আয়োজিত জুনিয়র রিসার্চ ফেলোশিপ পরীক্ষায়। ড. আমবেদকার ল ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্বরত ছিলেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, রতনশা বোমানজি জাইওয়ালা বৃত্তি পেয়ে ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের এমফিল প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পাবেন তিনি। বৃত্তির আওতায় তাঁর বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ২৬ হাজার ৪৫০ পাউন্ড মওকুফ করা হয়েছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩৭ লাখ টাকা।
সম্প্রদায়ভিত্তিক বৈষম্য নিয়ে আন্তর্জাতিক মানবাধিকারের নানা বিষয় নিয়ে গবেষণা রয়েছে ভীমরাজের। ভারতীয় আইনে পরিবেশ বিপর্যয় কীভাবে দলিত সম্প্রদায়ের জীবনব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে, তা নিয়ে অক্সফোর্ডের এমফিল প্রোগ্রামে ভীমরাজ কাজ করবেন।