একাদশে ভর্তি আবেদন শুরু ১০ আগস্ট

এডুকেশন হিরো আপডেটঃ ২৯ জুল, ২০২৩

 


আগামী ১০ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হবে। এবার ভর্তি ফি সর্বোচ্চ সাড়ে ৮ হাজার টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


জানা গেছে, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছেন ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। একাদশ শ্রেণিতে মোট আসন রয়েছে প্রায় ২৫ লাখ। সে হিসেবে ৮ লাখের মতো আসন ফাঁকাই থাকছে।


কলেজ ভর্তি প্রক্রিয়া শুরু হলে আমাদের থেকে আবেদন করাতে পারবেন সল্প খরচে। বিস্তারিত জানতে আমাদের পেজ/হোয়াটসঅ্যাপ এ ইনবক্স করুন {alertInfo}


এ প্রসঙ্গে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোনো আসন সংকট হবে না। যত শিক্ষার্থী পাস করেছে তার চেয়ে আসন অনেক বেশি।


অধ্যাপক তপন কুমার সরকার আরও জানান, আগামী ১০ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরুর পরিকল্পনা করা হয়েছে। এবারও আবেদন ফি সর্বোচ্চ সাড়ে ৮ হাজার টাকা রাখা হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url