এসএসসির ফল প্রকাশের পর আত্মঘাতী হলেন ৬ শিক্ষার্থী

এডুকেশন হিরো আপডেটঃ ২৯ জুল, ২০২৩

 


এসএসসির ফল প্রকাশের পর রাজধানীর মিরপুর, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, গোপালগঞ্জের কোটালীপাড়া, নাটোরের লালপুর, কিশোরগঞ্জের কুলিয়ারচর ও ঝিনাদহের হরিণাকুণ্ডে ছয় শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এছাড়াও পিরোজপুরের মঠবাড়িয়ায় দু’জন আত্মহত্যার চেষ্টা করে।


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিষ খেয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। নিহত শারমিন আক্তার মাহিনুর (১৭) চাতলপাড় ওয়াছ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। শুক্রবার (২৮ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত স্কুলছাত্রী উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর গ্রামের জীবু মিয়ার মেয়ে।


আত্মহত্যা মহাপাপ {alertWarning}


ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এসএসসি পরীক্ষায় একটি বিষয়ে ফেল করায় আসিফ(১৬) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।  শুক্রবার (২৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের গোপীনাথপুর -চটকাবাড়িয়া গ্রামের জিকে ক্যানেলের মাঝামাঝি এ ঘটনাটি ঘটেছে। শিক্ষার্থী আসিফ ওই এলাকার তাহেরহুদা গ্রামের খয়বার হোসেনের ছেলে এবং আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল।


গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে অকৃকার্য হওয়ায় জুঁই সমাদ্দার নামে এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। সে রামশীল গ্রামের অসীম সমাদ্দারের মেয়ে। ফেলের খবর জানার পর স্কুল থেকে বাড়িতে গিয়ে বিষপান করে জুঁই। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।



আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে ইনবক্স করুন। {alertInfo}


নাটোরের লালপুরে এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পেয়ে মম নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার উপজেলার লালপুর ইউনিয়নের জোতদৈবকী গ্রামে এ ঘটনা ঘটে। মম জোতদৈবকী গ্রামের মহসিন আলীর মেয়ে। সে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল। সে জিপিএ ৩.৫৬ পেয়েছে।  


কিশোরগঞ্জের কুলিয়ারচরে বৃষ্টি আক্তার নামে এক ছাত্রী এসএসসিতে জিপিএ কম পাওয়ায় আত্মহত্যা করেছে। সে আগরপুর উত্তরপাড়া গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে। জিপিএ ৩ দশমিক ৮৪ পেয়ে সে পাস করেছে। বিকেলে বাবা-মা বাড়ির বাইরে গেলে নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।


রাজধানীর মিরপুরে এসএসসি পরীক্ষায় ফেল করে মীম নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মাকে বিরিয়ানি আনতে বলে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শুক্রবার দুপুরে মিরপুর ১১ নম্বর বাউনিয়াবাঁধ এ ব্লকে এ ঘটনা ঘটে। সে বাউনিয়াবাঁ এলাকার মনির হোসেন জীবনের মেয়ে। মীম তার বাবা মায়ের একমাত্র সন্তান। সে মিরপুর ১১ নম্বর বাউনিয়াবাঁধ আইডিয়াল হাই স্কুল থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষার্থী দিয়েছিল।


অন্যাদিকে, পিরোজপুরের মঠবাড়িয়ায় এসএসসি ফল প্রকাশের পর এক বিষয়ে ফেল করায় দুই পরীক্ষার্থী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। দু’জনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের একজন উপজেলার গোলবুনিয়া গ্রামের সুশীল মজুমদারের মেয়ে সুজাতা মজুমদার। নিজের ওপর অভিমান করে সে বিষপান করে। অন্যজন হলো ছোট শৌলা গ্রামের জুয়েল হাওলাদারের ছেলে পিয়াল। সেও এক বিষয়ে ফেল করায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।


© নিউজটি টিডিসি থেকে কপি করা। আমাদের ওয়েবসাইট বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় সংবাদ মাধ্যম থেকে শিক্ষামূলক সংবাদগুলো সরবরাহ করে যেনো প্রতিটা সংবাদ ১০০% অথেনটিক হয়। সেক্ষেত্রে আমরা প্রতিটি সংবাদের মূল প্রকাশকের নাম উল্লেখ্য করে থাকি। {alertSuccess}

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url