ডেন্টালের দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ, সুযোগ পেলেন ১৯ জন

Admission News Result আপডেটঃ ১৪ জুল, ২০২৩

 


দেশের সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির ২য় দফায় মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হয়েছে। অপেক্ষমাণ তালিকা ১৯ জন ভর্তির সুযোগ পেয়েছেন।


বৃহস্পতিবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক চিকিৎসা শিক্ষা (ভারপ্রাপ্ত) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে শূন্য আসনে মেধা ও পছন্দের ভিত্তিতে দ্বিতীয় দফায় মাইগ্রেশন শেষে অপেক্ষমান তালিকা হতে মোট ১৯ জন শিক্ষার্থীকে সরকারিভাবে ভর্তির জন্য মনোনীত করা হলো।’


এতে আরও বরা হয়েছে, ‘মাইগ্রেশনে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তিকৃত কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ পূর্বক আগামী ১৭ জুলাই হতে ২২ জুলাইয়ের মধ্যে অবশ্যই মাইগ্রেশন প্রক্রিয়া অর্থাৎ বর্তমান ভর্তিকৃত কলেজ হতে বদলি/মাইগ্রেশনকৃত কলেজে ভর্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। উল্লেখিত সময়ে মধ্যে মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের কেউ ভর্তি হতে ব্যর্থ হলে উভয় কলেজ হতে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।’


অপেক্ষমাণ তালিকা হতে যে সকল শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন তাদেরকে নির্বাচিত মেডিকেল কলেজের অধ্যক্ষের দপ্তরে আগামী ১৭ জুলাই হতে ২২ জুলাইয়ের মধ্যে যোগাযোগ করে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হলো। ভর্তির ক্ষেত্রে অত্র অধিদপ্তরের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।’


এতে আরও বলা হয়েছে, ‘অপেক্ষমান তালিকা ও অভিপ্রায়ণের (মাইগ্রেশন) ফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট www.dgme.gov.bd ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট www.dghs.gov.bd হতে জানা যাবে। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকে শুধুমাত্র টেলিটকের 01550-155555 নম্বর হতে SMS এর মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানো হবে।’

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url