ঢাবির সমুদ্রবিজ্ঞান বিভাগে ক্লাস নিলেন তথ্যমন্ত্রী

এডুকেশন হিরো আপডেটঃ ২৩ আগ, ২০২৩

 

প্রতিবেদন: দ্য ডেইলি ক্যাম্পাস 

সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ড. হাছান মাহমুদের ব্যস্ততার শেষ নেই। তবে রাজনৈতিক অঙ্গনের শত ব্যস্ততার মাঝেও একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের মাঝে পাঠদান অব্যাহত রেখেছেন তিনি।


বুধবার (২৩ আগস্ট) বিকেলে নিজ মন্ত্রণালয় থেকে ক্লাস নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগে খণ্ডকালীন অধ্যাপক হিসেবে এখন সম্মান শ্রেণির অষ্টম সেমিস্টারে আর্থ বায়োস্ফিয়ার বা পৃথিবীর জীবমন্ডল বিষয়ে ক্লাস নিয়েছেন হাছান মাহমুদ।


তিনি বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি সেন্ট্রাম থেকে পরিবেশ রসায়ন বিষয়ে ডক্টরেট ডিগ্রি নেন। এছাড়া বিশ্ব পরিবেশ আন্দোলনে সক্রিয় ভূমিকার জন্য ২০১৫ সালে গ্রিন ক্রস ইন্টারন্যাশনাল সম্মাননায় ভূষিত হন তিনি।


করোনা মহামারির মধ্যেও ড. হাছান মাহমুদ অনলাইনে শিক্ষার্থীদের পাঠদান করেছেন। মহামারির প্রকোপ কমে এলে আবার ফিরেছেন শ্রেণিকক্ষে। প্রতিদিনের শত ব্যস্ততায়ও অব্যাহত রেখেছেন শিক্ষকতা।


ড. হাছান মাহমুদ এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ও কর্নেল ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন, দেশের ন্যাশনাল ডিফেন্স কলেজসহ (এনডিসি) দেশ বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আমন্ত্রিত হয়ে বিভিন্ন সময়ে বিশেষ লেকচার দিয়েছেন তিনি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url