বিদায় অনুষ্ঠানে কথা-কাটাকাটি, ১০ শিক্ষার্থী আহত

Admission News Result আপডেটঃ ১০ নভে, ২০২১

 

সংঘর্ষে আহত একজন  © সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার নাগদহ ইউনিয়নের নাগদহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় ১০ শিক্ষার্থী আহত হয়েছে। আজ বুধবার (১০ নভেম্বর) স্কুলের বিদায় অনুষ্ঠান চলাকালে দশম শ্রেণি এবং এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার সকালে নাগদহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল। এ সময় একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ লাঠিসোঁটা ও বাঁশ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ শিক্ষার্থী রক্তাক্ত জখম হয়। অবস্থা দেখে পরে স্কুল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নাগদহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনার অনুষ্ঠানে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিই। পরে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান হয়েছে।’

উল্লেখ্য, এর আগে গত রবিবার (৭ নভেম্বর) চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় আল হেলাল মাধ্যমিক ইসলামী একাডেমি বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান চলাকালে প্রকাশ্যে এসএসসি পরীক্ষার্থী তন্ময় হাসান তপুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
1 Comments
  • Admission News Result
    Admission News Result ১০ নভেম্বর, ২০২১ এ ৯:১২ PM

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন অল্প দামে।

    প্রতি কলাম এর দাম মাত্র ৩০ টাকা করে।

Add Comment
comment url