পুরানো প্যাটার্নের প্রশ্নে এসএসসি পরীক্ষা!

এডুকেশন হিরো আপডেটঃ ১৪ নভে, ২০২১

 

পরিক্ষার্থী পরিক্ষা দিচ্ছে 

সারাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথমদিনে রোববার (১৪ নভেম্বর) পদার্থবিজ্ঞান পরীক্ষার মধ্যে দিয়ে এ পরীক্ষা শুরু হয়। তবে, পুরানো প্যাটার্নের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে বলে যশোর বোর্ডের পরীক্ষার্থীরা অভিযোগ করেছেন। তারা বলছেন, কয়টি উত্তর দিতে হবে সে নির্দেশনা প্রশ্নে দেওয়া হয়নি। পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষকদের নির্দেশনা অনুসারে তারা পরীক্ষা দিয়েছেন।

আর শিক্ষা বোর্ড বলছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আগে পরীক্ষার প্রশ্ন তৈরি করায় এ বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। 

জানা গেছে, যশোর শিক্ষাবোর্ডে পদার্থ বিজ্ঞান বিষয়ে ২৯১ টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ৩৬ হাজার ২৬ জন। তাদের মধ্যে থেকে ৩৫ হাজার ৮৫৫ জন পরীক্ষায় অংশ নিয়েছেন।  ১৭১ জন অনুপস্থিত ছিলেন। 

করোনার জন্য দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় পদার্থ বিজ্ঞান পরীক্ষায় সৃজনশীল প্রশ্নপত্রে প্রশ্নের সংখ্যা ও এমসিকিউ প্রশ্নের সংখ্যাও কমানো হয়। ২০২০ খ্রিষ্টাব্দে ওই পরীক্ষায় পরীক্ষার্থীদের ৮টি বড় প্রশ্ন ও ২৫ টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হয়েছে। সেখান থেকে কমিয়ে এ বছর ৩ টি বড় প্রশ্ন ও ১২ টি এমসিকিউ প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। 

তবে পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার হলে পুরানো প্যাটার্নের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে। সেখানে পরীক্ষার্থীদের কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। পরে কক্ষের দায়িত্বে থাকা শিক্ষকদের নির্দেশনায়  পরীক্ষার্থীরা ৩টি বড় প্রশ্ন ও ১২টি এমসিকিউ প্রশ্নের উত্তর লিখেছে।

যশোর বোর্ডের রীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র দৈনিক শিক্ষাডটকমকে বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেওয়ার আগেই প্রশ্নপত্র প্রস্তুত ছিল। সেই প্রশ্ন পরবর্তীতে আর বাতিল করা হয়নি। তাই পুরোনা প্যাটার্নের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে। কয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে সেটি নোটিশের মাধ্যমে আগেই শিক্ষার্থীদের জানানো হয়েছে। একাধিকবার বিষয়টি পরীক্ষার্থীদের জানানো হয়েছে বলেও জানান তিনি।

রোববার পদার্থবিজ্ঞানের পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডে ১৭১ জন অনুপস্থিত। তার মধ্যে খুলনায় ৩৯, বাগেরহাটে ১৮, সাতক্ষীরায় ১৫, কুষ্টিয়ায় ২৬, চুয়াডাঙ্গায় ১২, মেহেরপুরে ৬, যশোরে ২১, নড়াইলে ১৩, ঝিনাইদহে ১৪ ও মাগুরায় ৭ জন পরীক্ষার্থী রয়েছেন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url